You will be redirected to an external website

দল থেকে তিরস্কার হওয়ার পরও দলের প্রশংসায় পঞ্চমুখ পার্থ !

আদালত চত্ত্বরেই অভিষেকের প্রশংসায় পার্থ ! সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে তিনি জেলবন্দি। খুইয়েছেন মন্ত্রিত্ব। তৃণমূল থেকেও সাসপেন্ড। দলের স্বচ্ছতা তুলে ধরতে আপাতত তাঁর বিরুদ্ধে পদক্ষেপকেই তুলে ধরছে রাজ্যের শাসক দল। এসবের মধ্যেও নেত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তবে মুখ খোলেননি দল থেকে তাঁকে সাসপেন্ড ঘোষণাকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রসঙ্গে। 

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ও ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের গলায়।পার্থ চট্টোপাধ্যায়ে কাছে সাংবাদিকরা এদিন অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘নব-জোয়ার’ কর্মসূচি সমন্ধে জানতে চান। জবাবে চেঁচিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি পার্থ বলেন, ‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল।’ এখানেই না থেমে থেকে তিনি বলেন, ‘অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় গত মার্চে শহিদ মিনার থেকে তৃণমূলের ছাত্র-যুবদের বৈঠকে মনে করিয়ে দিয়েছেন যে, তৃণমূল দুর্নীতিকে সমর্থন করে না। তার প্রমাণ পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত৷ এরপরও পার্থ চট্টোপাধ্যায়, অভিষেকের ওই মন্তব্যে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বলেছিলেন যে, ‘অভিষেকের মন্তব্যে নিয়ে কিছু বলব না৷ কিন্তু দলের কাছে প্রমাণ করব, আমি কোনও অন্যায় করিনি৷ আমি মন্ত্রী ছিলাম, নিয়োগ কর্তা না৷’

তবে বারবার দলনেত্রীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে পার্থর মুখে। দাবি করেন, ‘কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতার লড়াই চিরকাল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে লড়াই করার সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য দেখবেন, উন্নয়ন দেখবেন। উনি বাংলার টাকা উদ্ধার করবেন। বিনা বিচারে জেল বন্দি হয়ে পরে আছি। সত্য একদিন বেরোবে। মমতার উপরে একশো শতাংশ ভরসা আছে৷’

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঈশ্বর-যেন-মেয়েটাকে-জামিন-দেন,-প্রার্থনা-অনুব্রতর-! Read Next

ঈশ্বর যেন মেয়েটাকে জামি...