দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস
দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস। ঝাড়খণ্ডে পুরুলিয়ার কর্মীদের নিয়ে যাওয়া বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বড় কিছু হয়নি। হতাহতের কোনও খবর নেই।
১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, সেই জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজধানীতে দলের কর্মসূচি রয়েছে। শনিবার বিভিন্ন জেলার কর্মীদের নিয়ে কলকাতা থেকে তৃণমূলের অনেকগুলি বাস দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। সূত্রের খবর, পুরুলিয়ার কর্মীরা যে বাসটিতে ছিলেন, ঝাড়খণ্ডে সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির ডাম্পারের উপর উঠে পড়ে বাসটি।
এতে বাসযাত্রীদের কারও তেমন আঘাত না লাগলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাস নিয়ে দিল্লি পর্যন্ত যাওয়ার ঝুঁকি আর নিতে চায়নি দল। তৃণমূল নেতৃত্ব বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে। যাত্রীদের সকলকে পুরুলিয়ায় নামিয়ে দেওয়া হবে। তাঁদের আর দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে না।