You will be redirected to an external website

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে হার শাসকদলের !

জোট করেও নির্বাচনে ব্যর্থ তৃণমূল ! সংগৃহীত ছবি

পঞ্চায়েত নির্বাচনের আগে জোট নিয়ে বাম ও কংগ্রেসের কোন্দল নিঃসন্দেহে তৃণমূল বা বিজেপিকে বাড়তি অক্সিজেন দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে ফল ভালো হয়েছে তৃণমূলের। এই প্রথমবার ৪টি আসনে জয়লাভ করেছে শাসকদলের প্রার্থীরা

শনিবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ১৬টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। ময়দানে ছিলেন ৪২ জন প্রার্থী। ভোটার ছিলেন ১৪২৯ জন। তার মধ্যে ১২১৯ জন ভোট দিয়েছেন। রবিবার মধ্যরাতে ফল প্রকাশ হলে দেখা যায় ১৬টির মধ্যে ১০টি আসন জিতেছে কংগ্রেস। ৪টি আসন জিতেছে তৃণমূল। আর ২টি আসন পেয়েছে সিপিএম।

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সিপিএমের সঙ্গে জোট করেই এই নির্বাচন লড়ে কংগ্রেস। বরাবর বারের ক্ষমতা দখলে রেখেছে তারা। তবে এবার তারা একক ক্ষমতায় ভোটে লড়েছিল। তাতেও বারের দখল রাখতে সফল হল তারা।  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন কংগ্রেসের অলোক ধারা। পীযুষ কান্তি ঘোষ বলেন, "বোর্ডে যেই থাকুক সভাপতি হিসেবে সকলকে নিয়েই আমি কাজ করব। বার অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নিয়ে যাব।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

তৃণমূলকে রাজ্য থেকে বহি...