বাংলার সব আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত তৃণমূলের
কংগ্রেসকে শেষ পর্যন্ত তৃণমূল ক’টি আসন ছাড়বে, তা নিয়েও চলেছে বিস্তর চুলচেরা বিশ্লেষণ। আর এসবের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলার ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে তৃণমূল শিবির। শুক্রবার তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছে ঘাসফুল নেতৃত্ব, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় কংগ্রেস ন্যায্য দাবি রাখলে সমঝোতায় আপত্তি নেই তাঁর। বাংলায় কংগ্রেসের বর্তমানে দু’টি লোকসভা আসন রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকে জল গড়িয়েছে অনেকটা।
মাঝে দক্ষিণ মালদার বর্ষীয়ান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী দাবি করেছিলেন, তৃণমূল নাকি কংগ্রেসকে দু’টি আসন ছাড়তে রাজি এবং আরও কিছু আসন নিয়ে কথাবার্তা চলছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার দু’টি আসনের ইস্যুতে বলেছিলেন, ‘কে দু’টোর দয়া নেবে?’ সাফ জানিয়ে দিয়েছেন, দয়ার দান তিনি চান না। বলেছিলেন, ‘আমরা কেউ দয়া চেয়েছি? আমরা প্রত্যাখ্যান করছি।’