তৃণমূল বিধায়কের গ্রেফতারিতে শাসকদলকে তুমুল কটাক্ষে বিঁধলেন দিলীপ ঘোষ! সংগৃহীত ছবি
দুর্নীতিতে রেকর্ড করছে তৃণমূল, প্রতিদিন নতুন নতুন দুর্নীতি সামনে আসছে। এগিয়ে বাংলা দুর্নীতিতে। এতেই বাংলা এগোবে, আর কিছুতে নয়, এভাবেই তৃণমূলকে আরও একবার আক্রমণ শানালেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায় একটি চা চক্রে যোগ দিয়ে একথা বলেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান, পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি ভাবছে না, বিজেপির লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন।দিলীপের কথায়, যে যে লোকসভায় বিজেপি জিততে পারেনি সেখানে প্রতিমাসে অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আসবেন, সভা করবেন বলে জানান দিলীপ।
দিলীপ মুখ খুলেছেন জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়েও। তাঁর গ্রেফতারে কি সিবিআই হাইপার অ্যাক্টিভ হয়ে পড়েছে? এর উত্তরে দিলীপ বলেন, "এর আগে প্রাক্তন মন্ত্রী ধরা পড়েছেন। সব থেকে শক্তিশালী নেতা, যিনি নিজেকে বাঘ বলতেন, তিনিও ধরা পড়েছেন। তখন আপনাদের হাইপার অ্যাক্টিভ মনে হয়নি? এখন প্রসেস চলছে। ভালোই হচ্ছে। হয়ত বড় বড় লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাওয়া যাচ্ছিল না। এবার সাহস পাচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঘাবড়ে যাবেন না। আপনাদের পাশে আমি আছি। এটা এতদিন কেউ বলার ছিল না। তাই এত দুর্নীতি হয়েছে। নেতাদের দেখুন। বড় ব্যবসায়ী, অফিসার, বিল্ডার, কে নেই! সবাই জড়িয়ে আছে। সবাই সাজা পাবে।"
এছাড়াও তৃণমূল দলে বিভিন্ন পদে সিভিক ও ভিলেজ পুলিশ নিয়ে বিতর্ক প্রসঙ্গে দিলীপ বলেন, এ সব জায়গাতেই পার্টির লোক ঢোকানো হয়েছে বেআইনি ভাবে। কোনও পরীক্ষা হয় নি, এঁদের ভবিষ্যৎ নেই কোনও। এসবেরও কোনও না কোনও দিন তদন্ত হবে। জয়প্রকাশ মজুমদারের ফাইল গায়েব হওয়া নিয়ে দিলীপ বলেন, এখন অনেক ফাইল গায়েব হবে, তবে সিবিআইয়ের ফাইল গায়েব হবে না।