দিল্লিতে তৃণমূল নেত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে
জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির আয়োজিত নৈশভোজে যোগ দিতে এক দিন আগেই দিল্লি পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সন্ধ্যায় তিনি নামবেন দিল্লি বিমানবন্দরে। নৈশভোজ পরশু।
দিল্লিতে তৃণমূল নেত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাঁর সংঘাতের আবহে আগামিকাল দিল্লি আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিও উঠবেন বঙ্গভবনেই। সূত্রের খবর, রাষ্ট্রপতির নৈশভোজে বোস আমন্ত্রণ পেয়েছেন রাজ্যপাল হিসেবে।
আপাতত ঠিক রয়েছে, আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল আগামিকাল রাতেই দেখা করতে আসবেন মমতার সঙ্গে। সম্প্রতি মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকে কেজরীওয়ালের সঙ্গে দেখা হয়েছিল মমতার। মমতার মতো কেজরীওয়ালও চাইছেন যত দ্রুত সম্ভব বিরোধী জোটের আসন সমঝোতার পর্বটি শেষ করতে। রাজ্যে যুযুধান দলই জাতীয় মঞ্চে শরিক হওয়ায় বাংলা, পঞ্জাব এবং দিল্লিতে এই আসন সমঝোতার সমীকরণ বেশ জটিল।