You will be redirected to an external website

উত্তরবঙ্গের চার আসনে এগিয়ে তৃণমূল,সকাল ১০টা পর্যন্ত কে কোথায়?

উত্তরবঙ্গের-চার-আসনে-এগিয়ে-তৃণমূল,সকাল-১০টা-পর্যন্ত-কে-কোথায়?

উত্তরবঙ্গের চার আসনে এগিয়ে তৃণমূল

সকাল ১০টা পর্যন্ত উত্তরবঙ্গের চারটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এর মধ্যে বিদায়ী কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্র কোচবিহার রয়েছে। এছাড়া বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটেও এগিয়ে আছে তৃণমূল। দার্জিলিং, আলিপুরদুয়ারেও এগিয়ে রয়েছে তৃণমূল।

ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২ হাজার ভোটে এগিয়ে।বহরমপুরে পিছিয়ে অধীর রঞ্জন চৌধুরী। ৭৪০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা।মুর্শিদাবাদ ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান।জঙ্গিপুরে ৯৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র। ১৭ হাজার ভোটে পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী অমৃতাকে।বারাসতে ৭২৭৬  ভোটে এগিয়ে কাকলি ঘোষ দস্তিদার।

কোচবিহার লোকসভা কেন্দ্রে ৬৪৩৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া। পিছিয়ে নিশীথ প্রামাণিক।ঘাটালে এগিয়ে দেব। প্রথম রাউন্ডের শেষে ৭২২৪ ভোট পেলেন দেব। হিরণ ৫৯০৩।বালুরঘাটে এগিয়ে রয়েছে তৃণমূলপ্রার্থী বিপ্লব মিত্র। পিছিয়ে বিজেপির সুকান্ত মজুমদার।কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ।দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ১০২০৩ ভোটে এগিয়ে।মালদা উত্তরে বিজেপি এগিয়ে ৮৬৯২ ভোটে।
ঝাড়গ্রামে তৃণমূল এগিয়ে ৪০৫৫ ভোটে।মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রাপ্ত ভোট ৫৯৬৭। ৩২৪৯ ভোট পেয়ে পিছিয়ে জুন মালিয়া।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Satabdi-Roy:-বীরভূম-লোকসভা-কেন্দ্রে-জয়ী-হলেন-শতাব্দী,অনুব্রত-হীন-বীরভূমে-বড়-জয় Read Next

Satabdi Roy: বীরভূম লোকসভা কেন...