You will be redirected to an external website

অভিষেকের ঘোষণা মতো বিকল্প ব্যবস্থা করে ফেলল তৃণমূল

অভিষেকের-ঘোষণা-মতো-বিকল্প-ব্যবস্থা-করে-ফেলল-তৃণমূল

অভিষেকের ঘোষণা মতো বিকল্প ব্যবস্থা করে ফেলল তৃণমূল

গোটা ট্রেন ভাড়া চেয়ে আবেদন করা হয়েছিল। জমা দেওয়া হয়েছিল রেলের ঠিক করে দেওয়া ভাড়া এবং সিকিউরিটি ডিপোজ়িটও। তারপরেও ট্রেন না পেয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, শেষ মুহুর্তে ট্রেন না পাওয়ায় বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে জব কার্ড হোল্ডারদের। দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, দলের কর্মী এবং জব কার্ড হোল্ডার মিলিয়ে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কর্মী তৃণমূলের দিল্লি কর্মসূচিতে যোগ দেবেন। বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে এসেছেন। তাঁদের নিয়ে শনিবার সকালে দিল্লির উদ্দেশে বাস ছাড়বে। জেলাভিত্তিক বাসের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সূত্রে বাসের নির্দিষ্ট কোনও সংখ্যা বলা হয়নি। তবে দলের তরফে জানানো হয়েছে, যতগুলি বাসের প্রয়োজন পড়বে ততগুলি বাসেরই ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও অন্যান্য আর্থিক দাবি আদায়ে গত জুলাইয়ে দিল্লির কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল। সেই মতোই আগামী ২ ও ৩ অক্টোবর দু’দিনের এই কর্মসূচি। দলীয় সূত্রে খবর, দলের নেতা-কর্মীর পাশাপাশি কাজ করেও টাকা পাননি, এমন মানুষদের নিয়েই দিল্লিতে এই কর্মসূচি পালন করবে তৃণমূল। যে সব জেলার বাসিন্দারা কলকাতায় পৌঁছে গিয়েছেন তাঁদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২ তারিখ গান্ধীজি’র জন্মদিনে রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি শুরু করবে তৃণমূল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:-ডেঙ্গিতে-মৃত্যুর-ঘটনা-ঘটছে-রাজ্যে,ডেঙ্গি-নিয়ে-রাজ্যকে-চিঠি-কেন্দ্রের Read Next

Dengue: ডেঙ্গিতে মৃত্যুর ঘটন...