You will be redirected to an external website

সাংবাদিক সম্মেলনে বিজেপি কে কটাক্ষ করে জবাব অভিষেক বন্দোপাধ্যায়ের

সাংবাদিক-সম্মেলনে-বিজেপি-কে-কটাক্ষ-করে-জবাব-অভিষেক-বন্দোপাধ্যায়ের-

বিজেপিকে পাল্টা জবাব অভিষেকের

''ইডি বা সিবিআই কোনো ভগবান নয় যে তারা যাকেই ডেকে পাঠাবে কিংবা তুলে নিয়ে যাবে তাদের কেই দল থেকে বাতিল করতে হবে ।'' সাংবাদিক সম্মেলনে সরাসরি এমন বক্তব্যেই সুর চড়াও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বীরভূমের দাপুটে নতা অনুব্রত মন্ডল এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্যস মানিক ভট্টাচার্য এই দুই নেতার মাথার ওপর এখনও যে তৃণমূলের হাত রয়েচে তা স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন লোকসভার সাংসদ সদস্য অভিষেক বন্দ্যপাধ্যায় । 

পার্থ চট্টোপাধ্যায় এর গ্রেপ্তারের প্রায় ছয় দিনের মাথায় দল থেকে পুরোপুরি ভাবে বহিঃষ্কৃত করা হয় । শুধুমাত্র প্রক্তন শিক্ষা মন্ত্রীকে বলে নয় , কুন্তল ঘোষ সহ শান্তনু বন্দোপাধ্যয় এদের কেও দল যে আর পোষণ করচে চান না তা খুব স্পষ্ট সুরেই জানিয়ে দেন । তাহলে অনুব্রত মন্ডল এবং মানিক বন্দোপাধ্যায়ের জন্য এমন পদক্ষেপ কেন নেওয় হলো না ? তাহলে কি তৃণমূল সরকার ক্ষমতা হারনোর ভয় পাচ্ছে তাই কি সরাতে নারাজ । এমন বিভিন্ন প্রশ্ন উঠছে বিরোধী দলের পক্ষ থেকে । 

বীরভূম জেলা সভাপতি  অনুব্রত মন্ডল এবং পর্যদ সভাপতি মানিক ভট্টাচার্য কে কেন এখনো বহিস্কার করা হয় নি দল থেকে এর উত্তরেই অভিষেক বন্দোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন , বিজেপি দলের শুভেন্দু অধিকারি এবং বিশ্বজিৎ কুন্ডু যারা নিজের মুখেই স্বীকার করেছেন যে দুর্নীতি করেছেন অথচ তারা এখনও সসম্মানে তাদের দলে বর্তমান রয়েছে সেহেতু তৃণমূল দলের ওপর আঙুল না তুলে নীজের দলকে পরিসুদ্ধ করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিজেপি--ভোট-চাইতে-এলে-‘চামড়া-গুটিয়ে-দেওয়ার’-হুমকি-দিলেন-বাঁকুড়া-জেলা-তৃণমূল-সভানেত্রী Read Next

বিজেপি ভোট চাইতে এলে ‘চা...