You will be redirected to an external website

Mamata Banerjee: পদত্যাগ করুন মোদি-শাহ,জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে :মমতা

Mamata-Banerjee:-পদত্যাগ-করুন-মোদি-শাহ,জনতা-ওদের-মেরুদন্ড-ভেঙে-দিয়েছে-:মমতা

মঙ্গলবার বাংলায় ‘ম্যাজিক’ দেখিয়েছে তৃণমূল

আপাতত ২৩১-এ থামতে হয়েছে তাদের। দেশের জনতার রায়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ের পর নরেন্দ্র মোদি, অমিত শাহের পদত্যাগ করা উচিৎ, বলছেন তিনি। একইসঙ্গে মমতার দাবি, আরএসএস ও বিজেপিতে অনেক ভালো মানুষ আছেন, তাঁরাও বিষয়টি একটু দেখুন।

মঙ্গলবার বাংলায় ‘ম্যাজিক’ দেখিয়েছে তৃণমূল। সন্ধে সাড়ে ৬টা অবধি ২৮ আসনে এগিয়ে তারা। এর মধ্যে একাধিক আসনে জিতে গিয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যাচ্ছে ১২টি আসন। শুধু বাংলা নয়, গোটা দেশেই বিজেপির আসন কমেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা নিয়ে খুশি তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমি  খুব খুশি। এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে।” মমতার আরও সংযোজন, “মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” এর পরই তৃণমূল সুপ্রিমোর দাবি, “দেশের জন্য খতরনক কাজ করেছেন ওরা। 

এর পরই আরএসএস ও অটল বাজপেয়ীর সময়কার বিজেপির প্রশংসা করেন মমতা। তাঁর কথায়, “আরএসএসে অনেক ভালো মানুষ আছেন। বিজেপিতেও কিছু ভালো লোক আছেন, যারা বাজপেয়ী আমলে কাজ করেছেন। তাদের বলব, বিষয়টা দেখুন।” এ প্রসঙ্গে বাজপেয়ী জমানার প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-৯-জুন-প্রধানমন্ত্রী-পদে-তৃতীয়-বার-শপথ-নিতে-চলেছেন-নরেন্দ্র-মোদী Read Next

Narendra Modi: ৯ জুন প্রধানমন্ত্র...