বিনা ভোটে তৃণমূলের জয়, ছবি - সংগৃহিত
মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হতে বিভিন্ন জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ২০১৮ ছবিটা না হলেও, ২০২২ সালের পঞ্চায়েত ভোটে একাধিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আসনে বিনা ভোটে জিতে গিয়েছেন শাসকদলের প্রার্থী। হাওড়ার দুই বিধানভার একাধিক পঞ্চায়েতেও সেই ছবি দেখা গেল।
হাওড়া জেলায় উদয়নারায়নপুর, বাগনান, উলুবেড়িয়া উত্তরে মোট ১৮ টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। উদয়নারায়ণপুর বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে। মোট গ্রাম পঞ্চায়েত আসন- ২৭২। এর মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২১৪ আসনে। পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৮, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৭টি আসনে।