You will be redirected to an external website

অভিষেকের সভায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ছদ্মবেশী মহিলা!

অভিষেকের-সভায়-তৃণমূল-সাংসদের-বিরুদ্ধে-অভিযোগ-তোলেন-এক-ছদ্মবেশী-মহিলা!

তৃণমূল কর্মী সেজে অভিষেকের কাছে নালিশ !সংগৃহীত ছবি

বুধবার বাঁকুড়ার ওন্দা অঞ্চলে সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভায় সমস্ত ভিড় ঠেলে এক ছদ্মবেশী মহিলা সাদা-কালো চুল, পরনে নীল-সাদা শাড়ি এবং বুকে তৃণমূলের ব্যাচ। তৃণমূল কর্মী সেজে অভিষেকের সভাস্থলে পৌছাঁয় ওই মহিলা। তার উদ্দেশ্য অভিষেকের সামনে দলীয় নেতার অত্যাচার কাহিনি তুলে ধরা ।  সভায় সমস্ত ভিড় ঠেলে সভার সামনে গিয়ে সে চিৎকার করে বলতে থাকে '' দাদা আমার অভিযোগটা একবার শুনুন । '' তারপরেই সভা শেষে অভিষেক  বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠায় ।

 বুধবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে ব্যতিক্রমী কাণ্ডটি ঘটান রামসাগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী। প্রিয়াঙ্কার অভিযোগ, আশিস দে নামে এক তৃণমূল নেতা একাধিক মানুষের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। অভিযোগ, চাকরি তো পাননি। এমনকী, টাকা চাইতে গিয়েও হেনস্তার শিকার হচ্ছেন। তাঁদের বাড়ি, দোকান ঘর ভেঙে ফেলা হয়। প্রিয়াঙ্কার আরও অভিযোগ, করোনাকালে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে তিনি এবং কয়েকজন কর্মী এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। সেই বাবদ কোনও পারিশ্রমিক পাননি। শুধু আশিসই নন। প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ’র বিরুদ্ধেও সুর চড়ান তিনি। প্রিয়ঙ্কা ওন্দার রামসাগরের বাসিন্দা। তাঁর অভিযোগ, অতিমারিকালে একটি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৯৫ হাজার টাকা নেন আশিস। ওই সংস্থায় কিছু দিন কাজ করার পরই তারা জানতে পারে সংস্থাটি ভুয়ো । এরপরেই আশিসের কাছে টাকা ফেরত চাওয়াতে কোনোরকম টাকা ফেরত পায়না তারা । 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক আশিস দে। তিনি বলেন,“সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। করোনার সময় প্রিয়াঙ্কার চাইনিজ রেস্তোরাঁ চলছিল না। ওর স্বামী আমার বন্ধু। প্রিয়াঙ্কা ও তার স্বামীর সঙ্গে আমি ওই স্বেচ্ছাসেবী সংস্থায় যায়। সেখানে প্রিয়াঙ্কা কাজ পেয়েছিলেন, কাজ করেছিলেন। কিন্তু কোভিডের পরবর্তী সময় সংস্থা বন্ধ হয়ে যায়। তখন সবাই আন্দোলন করেন। তবে প্রিয়াঙ্কা গোস্বামী ৭০-৭৫ হাজার টাকা ফেরত পান। আমার সঙ্গে টাকার কোনও লেনদেন হয়নি। বিজেপি ওকে দিয়ে চক্রান্ত করে অভিযোগ করাচ্ছে।”

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

এপ্রিলেই-দক্ষিণবঙ্গে-তাপপ্রবাহের-সতর্কতা,-পাল্লা-দিয়ে-বইতে-পারে-গরম-হাওয়া!- Read Next

এপ্রিলেই দক্ষিণবঙ্গে তা...