You will be redirected to an external website

ইডি দফতরে যাচ্ছেন না সায়নী,ভোট মিটলে সিজিও-তে যেতে পারেন যুবনেত্রী

ইডি-দফতরে-যাচ্ছেন-না-সায়নী,ভোট-মিটলে-সিজিও-তে-যেতে-পারেন-যুবনেত্রী

বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন না তৃণমূল যুবনেত্রী

ইডির দ্বিতীয় বারের ডাকে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন না তৃণমূল যুবনেত্রী এবং অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এমনটাই জানিয়েছেন। কুণাল জানিয়েছেন, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে জানিয়েছেন কুণাল। যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে।

শুক্রবার ইডি দফতরে হাজিরা দেওয়ার পর জনসমক্ষে দেখা যায়নি তৃণমূলের যুব সভানেত্রী সায়নীকে। মঙ্গলবার পূর্ব বর্ধমানে দলের নির্দেশে প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সায়নী যাননি। দলকে জানান, তাঁর মা অসুস্থ। তার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, বুধবার ইডির দফতরে কি হাজিরা দেবেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ? বিষয়টি নিয়ে ‘কৌতূহল’ ছিল তৃণমূলের অন্দরেও। ইডি সূত্রে জানা যায়, বুধবার সায়নীকে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতেই ডাকা হয়েছে। মায়ের অসুস্থতার কারণে আদৌ কি তিনি যেতে পারবেন, না কি আইনজীবীর মাধ্যমে নথি পাঠিয়ে দেবেন? এ বিষয়ে সায়নী কিছুই জানাননি। 

ইডি সূত্রের খবর, সায়নীকে সংস্থার তরফে ডাকা হয়েছে আয়-ব্যয় সংক্রান্ত কিছু নথিপত্র নিয়ে প্রশ্ন করতে। ‘অভিযুক্ত’ হিসেবে নয়। বুধবারেও তাঁর কিছু নথিপত্র নিয়ে যাওয়ার কথা। মায়ের অসুস্থতার কারণে মঙ্গলবার ভোটপ্রচারে যেতে পারেননি সায়নী। এই পরিস্থিতিতে বুধবার নিজে ইডি দফতরে সেই নথি নিয়ে যাবেন, না কি তাঁর আইনজীবী মারফত নথি পাঠাবেন, তা মঙ্গলবার পর্যন্ত জানা যায়নি। গত শুক্রবার সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরোন যুব তৃণমূল নেত্রী সায়নী। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অনুব্রত-মণ্ডলের-জামিন-পাওয়ার-প্রচেষ্টা-ধাক্কা-খেল,পঞ্চায়েত-ভোটে-জেলেই-অনুব্রত Read Next

অনুব্রত মণ্ডলের জামিন প...