You will be redirected to an external website

Twitter Blue Tick : 900 টাকা দিতে না পারায় ব্লু টিক কেড়ে নিল টুইটার

Twitter-Blue-Tick-:-900-টাকা-দিতে-না-পারায়-ব্লু-টিক-কেড়ে-নিল-টুইটার

ব্লু টিক সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল টুইটার

ব্লু টিক থেকে জানা যেত সেই অ্যাকাউন্ট ভেরিফায়েড কিনা! অনেক বছর আগেই এই ভেরিফিকেশন সিস্টেম চালু করে টুইটার। কিন্তু বৃহস্পতিবার হঠাৎই বেশ কিছু জনপ্রিয় তারকাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল টুইটার।

শাহরুখ খান, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন সহ বহু তারকাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক তুলে নেওয়া হয়েছে। মার্কিন মাইক্রো ব্লগিং সংস্থার তরফে এদিন জানানো হয়েছে, যেসব ইউজাররা টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন নেননি তাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার।জানা গিয়েছে, যেসব ইউজার 20 এপ্রিলের আগে এই সাবস্ক্রিপশনের টাকা জমা করেনি তাদের অ্যাকাউন্ট থেকে এই ব্লু টিক সরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এই তারিখ প্রথমে 1 এপ্রিল রাখা হয়েছিল। যদিও পড়ে এই তারিখ পিছিয়ে 20 এপ্রিল করে টুইটার।

দেশেরে একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন মমতা ব্যানার্জি, যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, শাহরুখ খান, দীপিকা পাডুকোন, থেকে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। যদিও বেশ কিছু অ্যাকাউন্ট যেখানে ব্লু টিক সাবস্ক্রিপশন নেনেনি যেমন আমেরিকার বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস এবং লেখক স্টিফেন কিং।

যদিও নতুন সিস্টেম অর্থাৎ টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু করার ফলে কড়া সমালোচনার মুখে পড়তে হয় এলন মাস্ককে। এই মুহূর্তে 4 লাখের বেশি ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে টুইটারে। সংস্থার তরফে স্পষ্টত জানানো হয়েছে, যেসব ইউজার এই সাবস্ক্রিপশন নেবেন না তাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেবে টুইটার।টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশনের মূল্য রয়েছে প্রতি মাসে ওয়েব ইউজারদের জন্য 8 ডলার (ভারতে 600 টাকা) এবং অ্যাপ ইউজার দের জন্য 11 ডলার (ভারতে 900 টাকা)।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বেঙ্গল-সাফারি-পার্কে-এল-নতুন-সদস্য!-দেখার-জন্য-ব্যাকুল-পর্যটকরা Read Next

বেঙ্গল সাফারি পার্কে এল ...