You will be redirected to an external website

Anubrata Mondal: শুধু অনুব্রত নন, সুকন্যার সঙ্গেও তিহাড়ে দেখা করে এলেন দুই তৃণমূল সাংসদ

Anubrata-Mondal:-শুধু-অনুব্রত-নন,-সুকন্যার-সঙ্গেও-তিহাড়ে-দেখা-করে-এলেন-দুই-তৃণমূল-সাংসদ

সুকন্যার সঙ্গেও তিহাড়ে দেখা করে এলেন দুই তৃণমূল সাংসদ

শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে তিহাড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন তৃণমূলের দুই সাংসদ। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার তিহাড় জেলে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার সঙ্গে দেখা করেন। দেখা করে বেরিয়ে এসে দোলা জানান, শারীরিক ভাবে ঠিক আছেন অনুব্রত এবং সুকন্যা। এর পাশাপাশি, তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ করার অভিযোগ তোলেন। বিচারাধীন বন্দি হওয়া সত্ত্বেও ‘অকারণে’ অনুব্রত এবং তাঁর কন্যাকে এত দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন দোলা।

রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, দলের উচ্চ নেতৃত্বের অনুমোদনক্রমেই অনুব্রতকে দেখতে যান দুই সাংসদ। দল যে এই ‘বিপদের দিনে’ও অুনুব্রতের পাশে আছে, সেই বার্তাই দেওয়া হয় দলীয় প্রতিনিধিদের তিহাড়-সফরে। শিয়রেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দল যে তাঁর ‘পাশে’ আছে, তৃণমূলের তরফে অনুব্রতকে সেই বার্তাও দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সকাল ১১টা নাগাদ তিহাড়ে যান দোলা এবং অসিত। বেশ কিছু সময় সেখানে থাকার পর বাইরে বেরিয়ে দোলা প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হয়ে বলেন, “সুকন্যা তো রাজনীতিতেই ছিল না। কিন্তু বাবাকে চাপ দেওয়ার জন্য ওকে গ্রেফতার করা হল। এটা খুবই দুর্ভাগ্যজনক।” কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “রাজনীতির কারণে আমাদেরও শাস্তিভোগ করতে হতে পারে।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Wrestlers-Protest:-মাথায়-সাদা-হেলমেট,-হঠাৎ-করেই-মোটরবাইকে-উঠে-পড়লেন-মমতা-বন্দ্যোপাধ্যায় Read Next

Wrestlers Protest: মাথায় সাদা হেলম...