You will be redirected to an external website

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে প্রাথমিকের ২টি মামলার নথি তলব

বিচারপতি স্থির হওয়ার সম্ভাবনা ! সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দফতর। ওই দু’টি মামলা এবার কোন বিচারপতি শুনবেন, তা সম্ভবত আগামীকাল মঙ্গলবার স্থির হতে পারে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও না কোনও মামলা থেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরছেন তা জানা যায় গত ২৮ এপ্রিলের আগেই। তবে সবকটি নাকি কোনও নির্দিষ্ট মামলা থেকে সরছেন বিচারপতি তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সন্ধেয় সুপ্রিম কোর্টের নির্দেশনামা সামনে আসার পর জানা যায় প্রাথমিকের দু’টি মামলা থেকে সরছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শীর্ষ আদালতের নির্দেশের তিনদিনের মাথায়, সোমবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার নথি চেয়ে পাঠালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মামলা দু’টির বিচারপতি স্থির হওয়ার সম্ভাবনা।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সুকন্যার--গ্রেফতারে--ক্ষুব্ধ-অনুব্রত-! Read Next

সুকন্যার গ্রেফতারে ক্ষ...