You will be redirected to an external website

Cheetah: কুনোর জঙ্গলে তেজসের পর সূরজ, ১ সপ্তাহেই মৃত্যু ২ চিতার!

Cheetah:-কুনোর-জঙ্গলে-তেজসের-পর-সূরজ,-১-সপ্তাহেই-মৃত্যু-২-চিতার!-

তেজসের পর সূরজ, ১ সপ্তাহেই মৃত্যু ২ চিতার!

মধ্য় প্রদেশের কুনো জাতীয় উদ্যানে শুক্রবার মৃত্যু হল আরও একটি চিতার দেহ। মধ্য় প্রদেশের বন্যপ্রাণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মনিটরিং টিমের নজরেই প্রথম চিতাটির মৃতদেহ নজরে আসে। চলতি সপ্তাহে এই নিয়ে দুটি চিতার মৃত্যু হল। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতার মধ্যে আটটি চিতারই মৃত্যু হয়েছে চলতি বছরে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৬টা নাগাদ কুনো জাতীয় উদ্যানের পালপুর পূর্ব জোনের মাসাবনী অঞ্চলে সূরজ নামক চিতাটিকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। আধিকারিকরা জানিয়েছেন, চিতাটি কার্যত ধুঁকছিল। তার ঘাড়ের কাছে মাছি উড়তে দেখা যায়। কিন্তু চিতাটির কাছে যেতে গেলে, সে পালিয়ে যায়। পরে চিতাটির মৃতদেহ উদ্ধার করা হয়। কী কারণে চিতাটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।  এই নিয়ে বিগত চার মাসে আটটি চিতার মৃত্যু হল।

কুনোর জঙ্গলে আনা চিতাগুলির মধ্যে প্রথম চিতার মৃত্যু হয়েছিল গত ২৭ মার্চ। সাশা নামক একটি মহিলা চিতার মৃত্যু হয় কিডনির সমস্যায়। এরপরে ২৩ এপ্রিল উদয় নামক একটি চিতার মৃত্যু হয় কার্ডিও-পুলমোনারি ফেলিওরে। ৯ মে দক্ষ নামক একটি মহিলা চিতার মৃত্যু হয় মিলনের সময়ে পুরুষ চিতার সঙ্গে সংঘর্ষে। গত ২৫ মে চরম আবহাওয়া ও ডি-হাইড্রেশনের কারণে দুটি চিতা শাবকের মৃত্যু হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-বঙ্গোপসাগরে-ফের-ঘূর্ণাবর্ত!-ঘূর্ণাবর্ত-নিম্নচাপে-পরিণত-হয়ে-ওড়িশা-অভিমুখে-অগ্রসর- Read Next

Weather: বঙ্গোপসাগরে ফের ঘূর্...