দুই দফায় কম্পন নেপালে ! প্রতীকী ছবি
এক রাতে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮ এবং ৫.৯। নেপালের বাজুরার দাহাকোট এলাকায় ভিন্ন সময়ে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি বৃহস্পতিবার রাত ১১টা ৫৮ মিনিটে এবং দ্বিতীয়টি ঘটে রাত ১টা ৩০ নাগাদ। যদিও ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দেশটির পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯। বৃহস্পতিবার রাতে পশ্চিম নেপালে ভূমিকম্পের দুটি ঘটনা রেকর্ড করেছে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার। তবে শুক্রবার সকাল পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে।
এর আগে ২০১৫ সালে নেপালের কিছু অঞ্চলে ৭.৮ মাত্রার এক তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে জানমালের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল দেশটিতে। মারা যায় প্রায় ৮,৫০০ জন। এর জেরে ভূমিধস ও তুষারধসও ঘটেছিল। তাতে ২২ পর্বতারোহীর মৃত্যু হয়। এর এক মাস পরে আফটারশকের জেরে অন্তত ২০০ জন মারা যায় সেখানে ।