You will be redirected to an external website

দুর্নীতি কান্ডে এবার গ্রেফতার হলো ইসিএল কর্তা !

দুর্নীতি-কান্ডে-এবার-গ্রেফতার--হলো-ইসিএল-কর্তা-!

সিবিআই আদালতে দুই প্রাক্তন কর্তা ! সংগৃহীত ছবি

কয়লাকাণ্ডে যুক্ত থাকায় বৃহস্পতিবার  সিবিআই গ্রেফতার করে ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত সিএমডি সুনীল কুমার ঝা ও প্রাক্তন সিআইএসএফ ইন্সপেক্টর অনন্ত কুমার সিংহকে ।  সিআইএসএফ বাহিনীরও একজন ইন্সপেক্টর এই প্রথম গ্রেফতার হল। এর আগে ইসিএলের ৮ অধিকারিক ও নিরাপত্তা আধিকারিক গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তাঁরা ছিলেন জিএম পদ মর্যাদার আধিকারিক।

১৪০ দিন জেলে থাকার পর ধৃত ৮ ইসিএল আধিকারিক এখন জামিনে মুক্ত আছেন। ধৃত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল, নারায়ণ খড়কা, নিরোদ মণ্ডল, গুরুপদ মাজি ও বিকাশ মিশ্ররা গ্রেফতারের পর জেলে ছিলেন। এখন হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত পেয়েছেন তাঁরা। লালার সাগরেদ কোল মাফিয়া রত্নেশ ভর্মা দু’বছর পলাতক থাকার পর আত্মসমর্পণ করেছিল। এখন তিনি আসানসোল জেলে আছে ১০০ দিন ধরেন।

২০২২ সালের চার্জশিটে এই দু’জনেরই নাম ছিল বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে সিবিআই।
ইসিএল কর্তা ও সিআইএসএফের ইনস্পেক্টর গ্রেফতারের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘আমরা তো আগে থেকেই বলছি, কয়লা, গরু সব পাচারের ক্ষেত্রেই কেন্দ্রীয় সংস্থার কর্তাদের যোগ আছে। নইলে এটা হতো না। এতদিন সেদিকে না গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে কলূষিত করার চেষ্টা করা হচ্ছিল।’

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সিবিএসই-দ্বাদশের-ফলাফল-প্রকাশিত,-কমল-পাশের-হার!- Read Next

সিবিএসই দ্বাদশের ফলাফল ...