You will be redirected to an external website

Train Accident: বাঁকুড়ায় দুই মালগাড়ির সংঘর্ষ,একটির উপর উঠে গেল অন্যটির ইঞ্জিন

Train-Accident:-বাঁকুড়ায়-দুই-মালগাড়ির-সংঘর্ষ,একটির-উপর-উঠে-গেল-অন্যটির-ইঞ্জিন

বাঁকুড়ায় দুই মালগাড়ির সংঘর্ষ, চিত্র: আনন্দবাজার

দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা দিল অন্য একটি মালগাড়ি। এই সংঘর্ষের ফলে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায় অন্য মালগাড়ির ইঞ্জিন। যা কয়েক সপ্তাহ আগে ওড়িশার বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে।

সূত্রের খবর, ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর চাউর হতেই ওই এলাকায় বাড়তে শুরু করেছে ভিড়।  দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে বাতিল করা হতে পারে আরও বেশ কয়েকজোড়া ট্রেন।

মনে করা হচ্ছে সিগন্যালের সমস্যার জন্যই এমনটা ঘটেছে। যদিও এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি ওই এলাকায় রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি। তবে ক্রটি যে আছে তা মানছেন তিনি। বলছেন, “কিছু একটা সমস্যা হয়েছে। আসলে কী হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে কোনও ক্রটি না থাকলে তো এটা হবে না। নিশ্চয় কোনও গোলমাল হয়েছে।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2023:-পঞ্চায়েত-ভোটের-প্রচারে-উত্তরবঙ্গে-যাচ্ছেন-মুখ্যমন্ত্রী-মমতা-বন্দ্যোপাধ্যায় Read Next

Election 2023: পঞ্চায়েত ভোটের প্র...