You will be redirected to an external website

Jadavpur University: যাদবপুরে এলেন ইউজিসি-র প্রতিনিধিরা, কী বলছেন উপাচার্য?

Jadavpur-University:-যাদবপুরে-এলেন-ইউজিসি-র-প্রতিনিধিরা,-কী-বলছেন-উপাচার্য?

ইউজিসি-র প্রতিনিধিরা যেতে পারেন হস্টেলেও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর প্রতিনিধি দল। তারা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখবে। ইউজিসি-র প্রতিনিধিরা যেতে পারেন হস্টেলেও।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। সোমবারেই তাঁরা ফিরে যাবেন, না কি কলকাতায় থেকে যাবেন, তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি। খতিয়ে দেখা হবে র‌্যাগিং সংক্রান্ত নিয়মকানুনও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকটি রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা।

এ বিষয়ে সোমবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘‘ইউজিসি আজ (সোমবার) আসবে বলে জানিয়েছে। সকালেই চলে আসার কথা। সম্ভবত আজই ওরা ফিরে যেতে পারবে না। থাকতে হবে। তবে এখানে এসে কী করবে, তা আমাকে জানানো হয়নি। 

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ইউজিসি নির্ধারিত র‌্যাগিং-বিরোধী নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে এর আগেও কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইউজিসি। তাদের প্রশ্নের জবাব দেন কর্তৃপক্ষ। কিন্তু প্রতি বারেই পাল্টা চিঠি দিয়ে ইউজিসি জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের উত্তরে সন্তুষ্ট নয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফের-প্রাকৃতিক-বিপর্যয়ের-মুখে-কেদারনাথ,মন্দিরের-পিছনে-ভয়াবহ-তুষারধস Read Next

ফের প্রাকৃতিক বিপর্যয়ের...