You will be redirected to an external website

Amit Shah: জোড়া নয়, একটিই সভা মঙ্গলে! বঙ্গে শাহি কর্মসূচি আংশিক বাতিল

Amit-Shah:-জোড়া-নয়,-একটিই-সভা-মঙ্গলে!-বঙ্গে-শাহি-কর্মসূচি-আংশিক-বাতিল

মঙ্গলবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল বাংলায় জোড়া সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর সেনাপতির। একটি সভা নদিয়ার কৃষ্ণনগরে। দ্বিতীয়টি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। তবে সভার ২৪ ঘণ্টা আগে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষ্ণনগরের শাহি কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। 

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির। দিল্লির প্রথম সারির তাবড় পদ্ম নেতারা সভা করছেন বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে। এমনকী বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও বাংলায় ভোটের ময়দানে প্রচারে নামছেন। 

আপাতত কৃষ্ণনগরে শাহি কর্মসূচি বাতিল করা হলেও, অমৃতা রায়ের হয়ে ভোটের প্রচারে শীঘ্রই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে আসার কথা রয়েছে মোদীর। এখনও পর্যন্ত যা খবর, তেহট্টে সভা করবেন প্রধানমন্ত্রী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-ফের-নির্বাচনী-প্রচারে-বাংলায়-আসছেন-মোদি,-একদিনে-দক্ষিণবঙ্গে-৩-জনসভা Read Next

Narendra Modi: ফের নির্বাচনী প্রচ...