You will be redirected to an external website

Amit Shah:১৪৪ ধারা জারির জেরে বাতিল,শাহি সফর

Amit-Shah:১৪৪-ধারা-জারির-জেরে-বাতিল,শাহি-সফর-

সংঘর্ষে ১৪৪ ধারা, শাহি সফর বাতিল

রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিহারের সাসারাম। পুলিশ সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি দিয়ে সংঘর্ষ শুরু হলেও তা গুলি ছোড়াছুড়ির দিকে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যেই। এর পরে শৃঙ্খলা ফেরাতে ১৪৪ ধারা জারি করা হয় প্রশাসনের তরফে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় আটটি গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ২৮ জনকে।

১৪৪ ধারা জারির জেরে বাতিল হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাসারাম সফর। বিষয়টি ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির প্রধান সম্রাট চৌধুরি। সফর বাতিলের বিষয়টির দিকে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে, গুজরাতের বরোদার ফতেপুর এবং কুম্ভারওয়াড়ায় রামনবমীর মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে শুক্রবার। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মণীশা ভকিলও। এই ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বরোদার পুলিশ কমিশনার সমশের সিংহ জানান, এখন সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে নিয়ম অনুযায়ী এই ধরনের মিছিলের সঙ্গে পুলিশের উপস্থিত থাকার কথা থাকলেও তা ছিল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ছুটির-দিন-কেমন-থাকবে-আবহাওয়ার-মেজাজ-! Read Next

ছুটির দিন কেমন থাকবে আবহ...