You will be redirected to an external website

Amit Shah: শুক্রবার বঙ্গ সফরে অমিত শাহ, সিউড়িতে হতে পারে জনসভা

Amit-Shah:-শুক্রবার-বঙ্গ-সফরে-অমিত-শাহ,-সিউড়িতে-হতে-পারে-জনসভা

বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ১৪ এপ্রিল তিনি কলকাতায় আসবেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিজেপি সূত্রে। তবে ঠিক কখন তিনি কলকাতায় নামবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও মেলেনি। বঙ্গ সফরে এসে জনসভা করতে পারেন অমিত শাহ। বীরভূম জেলার সিউড়িতে হতে পারে শাহের জনসভা। পাশাপাশি বঙ্গ বিজেপির নেতাদের শাহ সঙ্গে বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে। সেখানে রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে আন্দোলন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে হতে পারে আলোচনা। এর পর ১৫ এপ্রিল পৈয়লা বৈশাখের দিন তিনি দিল্লি ফিরে যাবেন বলে জানা যাচ্ছে।

বঙ্গ সফরে এসে বীরভূমে সভাস্থল ঠিক করার পিছনে রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন বিশেষজ্ঞরা। কারণ বীরভূমে তৃণমূলের একচ্ছত্র নেতা অনুব্রত মণ্ডল এখন রয়েছেন দিল্লির তিহাড় জেলে। গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি অনুব্রতের একাধিক সঙ্গীর বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। বীরভূমে সংগঠন দেখার জন্য নিজে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রথম সারির কয়েক জন নেতাকে নিয়ে দল গঠন হয়েছে বীরভূমে নজরদারির জন্য। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই বীরভূমকে পাখির চোখ করতে পারে বিজেপি। শাহ এসে সিউড়িতে সেই বীজই বোনেন কি না সে দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:পাখির-চোখ-পঞ্চায়েত-ভোট,কোর-টিমকে-ভোকাল-টনিক-দিকে-ভার্চুয়ালি-বসছেন-অভিষেক Read Next

Abhishek Banerjee:পাখির চোখ পঞ্চায়ে...