You will be redirected to an external website

Amit Shah: ‘মমতাকে শুভেন্দুদা হারিয়েছেন, এবার এমন অবস্থা করুন যাতে মমতা দ্বিতীয় অপশন না পান’

Amit-Shah:-‘মমতাকে-শুভেন্দুদা-হারিয়েছেন,-এবার-এমন-অবস্থা-করুন-যাতে-মমতা-দ্বিতীয়-অপশন-না-পান’

ষষ্ঠ দফা নির্বাচনের আগে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ

ষষ্ঠ দফা নির্বাচনের আগে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। আর তাঁর বাংলার আসার ঠিক প্রাক লগ্নেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটার ভাড়াবাড়িতে পুলিশি হানা হয়। সকালে ফোনে সে কথা অমিত শাহকে জানিয়েছিলেন শুভেন্দু। বাংলা এসেই সে বিষয়ে মুখ খুললেন অমিত শাহ। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের সভা থেকে অমিত শাহ বলেন, “মমতা দিদি রেড করাচ্ছেন। কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করিয়েছেন, ২৫ পয়সাও পাওয়া যায়নি।

এরপরই কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দেন অমিত শাহ। বললেন, ‘এবার মমতার এমন হাল করুন, যাতে দ্বিতীয় অপশন না থাকে। ‘ মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাদিকে শুভেন্দুদা হারিয়েছে। কলকাতায় উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন অবস্থা করুন যাতে দ্বিতীয় অপশন না পায়।” 

মমতাকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ সরাসরি বলে যান, “কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তা-ও পাবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘মমতাদিদি শুভেন্দুদার উপর যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে।” অমিত শাহ সরাসরি বলে যান, বাংলায় ৩০-৩৫টা আসন বিজেপি পেলেই, তৃণমূলকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-সারদা-মায়ের-বাড়ি-যাবেন-মোদী,রোড-শোয়ের-আগে-নতুন-পরিকল্পনা-কেন-বিজেপির Read Next

Election 2024: সারদা মায়ের বাড়ি ...