মালদাতে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ । ছবি: নিজস্ব
মণিপুরকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। তারই মাঝে এই রাজ্যের মালদাতে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। পশ্চিমবঙ্গের বুকে গত ১৯শে জুলাই মালদা জেলার বামুনগোলা এলাকায়, দুই আদিবাসী মহিলাকে চুরির অপরাধে পুলিশের সামনে বিবস্ত্র করে, মারধর করার অভিযোগ উঠে আসে সোশ্যাল মিডিয়ায়, আর পরই রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদের সোচ্চার হয়। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে যখন মনিপুরের ঘটনাকে ঘিরে সমগ্র দেশ তথা বিশ্ব বিজেপি সরকারকে দুষছে, সেই সরকারের নিন্দায় সরব হয়েছে। সেখানেই সোমবার মালদায় এই দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ব্যাপকভাবে মারধরের ঘটনায় যুক্ত অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হয়েছে বিজেপি নেতৃত্ব।
সোমবার এ বিষয়ের প্রেক্ষিতেই রানীগঞ্জ শহর মন্ডল একের পক্ষ থেকে রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশেষ ভাবে নেতৃত্ব দিতে দেখা যায়, রানীগঞ্জ শহর মন্ডলের সভাপতি দেবজিৎ খা, রাজ্য কমিটির নেতৃত্ব সভাপতি সিং, বাদশা চ্যাটার্জী, পরিমল মাঝি, রবি কেসরী, সহ বিজেপির অসংখ্য নেতাকর্মী। উল্লেখ্য এর আগেই রানীগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সিপিএমের পক্ষ থেকে সিপিএমের মহিলা সংগঠনের নেতা কর্মীরা মহিলাদের ওপর লাগাতার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্র তথা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়ে পথসভা কোরে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এবার সেই প্রতিবাদ কর্মসূচির পরই বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক মহলে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হয়েছে।