You will be redirected to an external website

Bankura: বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার,জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী

Bankura:-বাঁকুড়ায়-পরাজিত-কেন্দ্রীয়-মন্ত্রী-সুভাষ-সরকার,জয়ী-হলেন-তৃণমূলের-অরূপ-চক্রবর্তী

বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার

লোকসভা ভোটে ধরাশায়ী বঙ্গ বিজেপির আরও এক হেভিওয়েট। বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়ে বাঁকুড়া থেকে জয়ী হয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। লোকসভা ভোটের আগে থেকেই বাঁকুড়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল সুভাষ সরকারের জন্য। দলের নীচু তলার কর্মী-সমর্থকদের একাংশের তাঁর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

তারপরও দলীয় নেতৃত্ব বাঁকুড়া থেকে ভরসা রেখেছিল সুভাষ সরকারের উপর। বাঁকুড়া থেকে ফের একবার প্রার্থী করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারকে। কিন্তু শেষ পর্যন্ত এ যাত্রায় ইভিএম ও ভাগ্য কোনোটাই সঙ্গ দিল না সুভাষ সরকারের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুভাষকে পিছনে ফেলে জয়ী হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।

পরাজয়ের পর সুভাষ সরকার জানিয়েছেন, ‘আমরা আলোচনায় বসব। দলীয়ভাবে পর্যালোচনা করা হবে। তখন এর কারণ বুঝতে পারব। অন্তর্ঘাত হয়েছে কি না, তা বলা মুশকিল। রাজ্যের এই সরকারের পক্ষে সবই সম্ভব।’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

June-Maliya:-জুন-মালিয়ার-কাছে-হারতে-হয়-অগ্নিমিত্রাকে,-মেদিনীপুরও-গেল-বিজেপির Read Next

June Maliya: জুন মালিয়ার কাছে হা...