জগন্নাথ মন্দিরের সিঁড়ি মুছলেন কেন্দ্রীয় মন্ত্রী
উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই তিনি নাসিকের শ্রী কালা রাম মন্দিরে পুজো দেন। সেখান থেকেই স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সেই ডাকে সাড়া দিয়েই স্বচ্ছতা অভিযানে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি ওড়িশার একটি জগন্নাথ মন্দিরে পুজো দেন এবং মন্দির সাফ করেন।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। নতুন মন্দিরে রাম লালার মূর্তি প্রতিষ্ঠার আগে থেকে ১১ দিনের বিশেষ আচার পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু রীতি মেনে যম আচার দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছেন তিনি। শুক্রবারই মহারাষ্ট্রের নাসিকে শ্রী কালা রাম মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। ওই মন্দির থেকে সাফাই অভিযানের ডাক দেন। তাঁকে মন্দির চত্বর মুছতেও দেখা যায়।
এ দিন ওড়িশার অঙ্গুল জেলায় অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরের পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।প্রথমেই মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী। জগন্নাথ দেবের সামনে আরতি করেন তিনি। এরপরে কেন্দ্রীয় মন্ত্রী মন্দিরের সিঁড়ি মোছেন। তাঁর সঙ্গে মন্দির চত্বর সাফ করার কাজে হাত লাগান অন্যান্যরাও।