You will be redirected to an external website

Mamata Banerjee: অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি, ক্ষতিপূরণ দেবেন মমতা

Mamata-Banerjee:-অকাল-বৃষ্টিতে-চাষের-ব্যাপক-ক্ষতি,-ক্ষতিপূরণ-দেবেন-মমতা

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে যেমন ধানে পচন ধরেছে। অপরদিকে, আলুচাষেও বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যার জেরে রীতিমতো কাপালে হাত কৃষকদের। এই পরিস্থিতি কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি ঘোষণা করেন, ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। মমতা বলেন, “আগামী ১২ ডিসেম্বর ১ কোটি ২০ লক্ষ কৃষক কৃষি বন্ধুর টাকা পাবেন। আর আলিপুরদুয়ারের ৯০ হাজার কৃষকের খরিপ চাষের টাকা ঢুকে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দুবারে মোট দশ হাজার টাকা পাবেন তাঁরা।”

অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এ দিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে চাষিদের এই নিয়ে কোনও চিন্তা না করার পরামর্শ দেন তিনি। বলেন, “এখন কৃষকদের শস্য বিমার টাকা সরকার দেয়। কৃষিজমির সেজ আমরা তুলে দিয়েছি। সরকার নিজে খাজনা দেয়। তাই যাঁদের শস্য বিমা করা রয়েছে সকলেই টাকা পাবেন। আর যাঁদের করা নেই দুয়ারে সরকারে দরখাস্থ করবেন। 

গতকাল কার্শিয়াংয়ে গিয়েও কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা। সেই সঙ্গে চাষিরা যাতে দ্রুত আর্থিক সাহায্য পান সেই বিষয়গুলিও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত শুক্রবার কৃষকদের পাশে থাকা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায়ও এ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। কৃষকদের অবস্থার জন্য সরকারকেই দোষারোপ করেন তিনি। তবে আজ এই নিয়ে একটি বাক্যও খরচ করেননি মমতা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-১২-তারিখই-নগদ-৫-হাজার-টাকা-ঢুকছে-ব্যাঙ্কে!-আলিপুরদুয়ার-থেকে-বড়-ঘোষণা- Read Next

Mamata Banerjee: ১২ তারিখই নগদ ৫ হা...