ভারী বর্ষণের জেরে বিধ্বস্ত উত্তরাখণ্ড
প্রবল বর্ষণের কারণে সেতু ভেঙে বিপর্যয় রুদ্রপ্রয়াগের বানতোলিতে। সেতুর একাংশ ভেঙে গিয়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রী এবং স্থানীয় মানুষ আটকে পড়েছেন। কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার বানতলি সেতুতে ঘটনাটি ঘটেছে। মধু গঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি অবিরাম বৃষ্টির কারণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারী বর্ষণের জেরে বিধ্বস্ত উত্তরাখণ্ড। বৃষ্টির তাণ্ডবে পাহাড় ঘেরা সেই রাজ্যে কমপক্ষে তিন জন নিহত এবং আরও ১০ জন নিখোঁজ হয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে ভূমি ধসে বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী যাওয়ার বহু রাস্তায় যান চলাচল বন্ধ। ধসের কারণে বেশ কয়েকটি বাড়িও তলিয়ে গিয়েছে।
রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, কেদারনাথ যাওয়ার রাস্তায় লিঞ্চোলিতে একটি ভূমিধসের কারণে চারটি দোকান চাপা পড়ে যায়। এই ঘটনায় নেপাল থেকে আগত এক যুবক নিহত হয়েছেন। এক জন ব্যবসায়ীর এখনও খোঁজ নেই বলে নন্দন জানিয়েছেন।