বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে উত্তরাখণ্ডে । সংগৃহীত ছবি
একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটে চলেছে দেশ জুড়ে। এবার দেবভূমি উত্তরাখণ্ড পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। দিল্লি থেকে দেহরাদূন পর্যন্ত যাত্রা এখন আরও সহজ হল, আরও আরামে। ২৫ মে, বৃহস্পতিবার দিল্লি-দেহরাদূন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। সবুজ পতাকা নেড়ে উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী।উত্তরাখণ্ডের প্রথম এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লি-দেহরাদূন রুটে চলবে। দিল্লি-দেহরাদূন রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসটিতে আটটি কোচ থাকবে। আটটি কোচই হবে চেয়ার কার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরাখণ্ডের উন্নয়ন যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "উত্তরাখণ্ড দেহরাদূন থেকে দিল্লি পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল। এই এক্সপ্রেস মানুষের ভ্রমণের সময় কমিয়ে দেবে।" মোদী আরও বলেছেন, "দিল্লি এবং দেহরাদূনের মধ্যে চলা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে দেশের রাজধানীকে যুক্ত করবে। এই ট্রেনের মাধ্যমে দিল্লি এবং দেহরাদূনের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। ট্রেনের সুবিধা এই যাত্রাকে আনন্দদায়ক করে তুলবে।"