দহনে পুড়ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা
চৈত্রের দহনে পুড়ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। বৃষ্টির দেখা নেই। সকাল হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি টপকাতে পারে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।
এপ্রিলের গোড়া থেকেই বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দহনজ্বালায় নাজেহাল সকলে। এই পরিস্থিতিতে চাতক পাখির মতো বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন রাজ্যবাসী। তবে স্বস্তির বার্তা শোনাতে পারেনি আলিপুর। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাংলা নববর্ষ পর্যন্ত এমনই অস্বস্তি ভাব বজায় থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী ৫ দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে।