গত পাঁচ মাস ধরে মণিপুরে হিংসা চলছে
ফের অশান্ত মণিপুর। ঘরের ওই অশান্তি নিয়ে বিদেশের মাটিতে প্রশ্নের মুখোমুখি হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফর করছেন তিনি। নিউ ইয়র্কে আমেরিকার শতবর্ষপ্রাচীন চিন্তনসংস্থা ‘কাউন্সিল অব ফরেন রিলেশনস’-এর আলোচনাচক্রে মণিপুরের অশান্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়শঙ্কর।
বিদেশমন্ত্রীর কথায়, “মণিপুরের সমস্যার একটি দিক হল, বাইরে থেকে আসা মানুষের ফলে রাজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা দেশের বাইরে থেকে এসেছেন। এ ছাড়াও, সেখানে এই হিংসার ইতিহাস রয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।”
গত পাঁচ মাস ধরে মণিপুরে হিংসা চলছে। নতুন করে দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় ফের মণিপুরে অশান্তি ছড়িয়েছে। পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। আজ এ নিয়ে দিল্লিতে কংগ্রেস-সহ বিরোধী শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর নিয়ে নীরবতা ও নিষ্ক্রিয়তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে না, কেন প্রধানমন্ত্রী এক বারও মণিপুরে যাওয়ার সময় পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।