You will be redirected to an external website

Election 2024: সোমে দেশের ৪৯ আসনে ভোটগ্রহণ, রায়বরেলীতে রাহুল

Election-2024:-সোমে-দেশের-৪৯-আসনে-ভোটগ্রহণ,-রায়বরেলীতে-রাহুল

সোমে দেশের ৪৯ আসনে ভোটগ্রহণ

সাত দফায় লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ শেষ। সোমবার দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে এই পর্বের ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে সাত আসন। 

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িশায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের একটি এবং লাদাখ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার। জম্মু ও কাশ্মীরের বারমুলা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে পঞ্চম দফায়।

এই দফার ভোটে নজরে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রায়বরেলী আসন থেকে এ বার রাহুলকেই প্রার্থী করেছে কংগ্রেস। তবে আসনে প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেসের মধ্যে টানাপড়েন দেখা গিয়েছিল। গান্ধী পরিবারের ‘দুর্গ’ বলে পরিচিত এই রায়বরেলী। ২০০৪ সাল থেকে রায়বরেলী থেকে একটানা পাঁচ বার (২০০৬-এর উপনির্বাচন-সহ) লোকসভা ভোটে জিতেছেন সনিয়া। তবে ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলীতে জিতে আসার পরেই সনিয়া ঘোষণা করেছিলেন শারীরিক কারণে আর তার পক্ষে সংসদের নিম্নকক্ষের ভোটে দাঁড়ানো সম্ভব নয়। এই কেন্দ্রে কংগ্রেস কাকে প্রার্থী করে সে দিকেই নজর ছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-দিলীপের-প্রশংসায়-পঞ্চমুখ-মোদী,-সঙ্গে-শুভেন্দুর-নামও Read Next

Election 2024: দিলীপের প্রশংসায় প...