বৈশাখ-জ্যৈষ্ঠ জুড়েই চলবে ভোটপর্ব
বৈশাখ-জ্যৈষ্ঠ জুড়েই চলবে ভোটপর্ব। শুরুতেই উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ আগামী ১৯ এপ্রিল। আর নতুন বাংলা বছরের সেই ভোটে পয়লা বৈশাখে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। পয়লায় রবিবার আলিপুরদুয়ার, দোসরায় সোমবার জলপাইগুড়ি এবং তেসরায় মঙ্গলবার কোচবিহারে প্রচারে যাবেন তিনি। প্রতি দিনই একটি করে রোড-শো এবং একটি করে সভা করবেন তিনি।
ব্রিগেড ময়দানে মোদীর সভামঞ্চে ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো টুপি আর কালো চশমায় শোভিত মিঠুনকে দেখা গিয়েছিল। সে দিনই তিনি তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় সংলাপ উপস্থাপিত করেছিলেন রাজনৈতিক মঞ্চে।
এর পরে রাজ্য বিজেপি হেলিকপ্টারে মিঠুনকে রাজ্যের এ মাথা থেকে ও মাথা নিয়ে গিয়েছিল। আর সর্বত্রই সিনেমার ডায়লগ আর রাজনীতির স্লোগান মিলিয়ে নিজেকে ‘জাত গোখরো’ বলে দাবি করেছিলেন। বলেছিলেন, ‘‘আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কোনও দিন মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আমি সব সময় পাশে থাকব।’’ কোথাও আবার ‘ফাটাকেষ্ট’ ছবির সংলাপ শুনিয়েছিলেন, ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’’ গোটা রাজ্যে ‘জাত গোখরো’ হিসাবে ‘ফোঁস’ করলেও শাসক তৃণমূলকে ‘ছবি’ বানাতে পারেননি।