You will be redirected to an external website

Bratya Basu: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে দেখতে চান,চান ব্রাত্য...

Bratya-Basu:-রাজ্যের-বিশ্ববিদ্যালয়গুলির-আচার্য-পদে-মুখ্যমন্ত্রীকে-দেখতে-চান,চান-ব্রাত্য...

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে দেখতে চান

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে দেখতে চান। যত দ্রুত সম্ভব রাজভবন থেকে এই বিল অনুমোদন হয়ে সরকারের কাছে ফেরত আসুক।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে এ দিন কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তাঁর বক্তব্য, রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ পছন্দ করে না। বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার রয়েছে।

এ দিন বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের নামে একটি চেয়ার প্রফেসরশিপ চালু করা হবে। এ দিন তিনি প্রথমে বিদ্যাসাগরের ব্যবহৃত চেয়ারটিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।এর পরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্দুকে রাখা বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন জিনিসও দেখেন রাজ্যপাল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Hotel-fare:-পর্যটক-টানতে-৫০-শতাংশ-ছাড়ের-ঘোষণা-পাহাড়ি-রাজ্যে Read Next

Hotel fare: পর্যটক টানতে ৫০ শতা...