You will be redirected to an external website

Panchayat Vote : ‘৮ জুলাই খেলা হবে,খেলতে গিয়ে প্রাণ যায় তো যাবে', ‘হুঁশিয়ারি’ মদনের

Panchayat-Vote-:-‘৮-জুলাই-খেলা-হবে,খেলতে-গিয়ে-প্রাণ-যায়-তো-যাবে',-‘হুঁশিয়ারি’-মদনের

পঞ্চায়েত হিংসার মধ্যেই ‘হুঁশিয়ারি’ মদনের

রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। এই পরিস্থিতিতে ৮ জুলাই রাজ্যজুড়ে খেলার ডাক দিলেন মদন মিত্র। যা নিয়েজোর বিতর্ক। বিরোধীদের দাবি, অশান্তির উসকানি দিচ্ছেন কামারহাটির বিধায়ক।

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিভিন্ন জায়গায় সভা-মিছিল করছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার সেরকমই এক সভা থেকে বেফাঁস মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। কী বলেছেন বিধায়ক? বলেন, “বিজেপি, সিপিএম কংগ্রেস আমার নাম মনে রাখবে। যতই কেন্দ্রীয় বাহিনী আনো শেষের দিন ভয়ংকর। ৮ জুলাই খেলা হবে। জান প্রাণ লাগিয়ে খেলা হবে। খেলতে গিয়ে যদি প্রাণ যায় তো যাবে। কিন্তু শত্রুদের হাতে তৃণমূলের পবিত্র পতাকা ছেড়ে পালাব না।” বর্তমান পরিস্থিতিতে মদন মিত্রের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।

এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “হিংসা ছাড়া তৃণূমলের বাঁচার রাস্তা নেই। তাই ওরা এসব বলছে। তবে ওদের খেলা এখন নিজেদের মধ্যে। তাতে জিতলে তারপর তো বিরোধীদের সঙ্গে খেলবে।” প্রসঙ্গত,মনোনয়নকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কার্যত জ্বলছে ভাঙড়, ক্যানিং। জ্বলছে আগুন। গিয়েছে প্রাণ। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-ভূমিকম্পে-কেঁপে-উঠল-অসম,-কম্পন-অনুভূত-হল-বাংলাদেশ-ও-ভূটানেও Read Next

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল...