উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকা-সহ ৬ জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর-সহ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ১৬ জুলাই রবিবার।
মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকেনের, গোয়ালিয়ার, সিদ্ধি গোয়া হয়ে বালুরঘাটের উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।কলকাতা শহরে আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৮৬ শতাংশ।