৬০ কিমি গতিতে হাওয়া,ঝড়বৃষ্টিতে উত্তাল রাজ্য
কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। ।রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দুর্যোগ। মেঘলা আকাশে তাপমাত্রা কমল বেশ খানিকটা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি। কলকাতা-সহ ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা। বিকেল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে।পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা রয়েছে। যেটি যেটি বিদর্ভ ও কর্ণাটকের ওপর দিয়ে গেছে। রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।