দুর্দশা থেকে পরিত্রাণ পেতে মরিয়া গ্রামবাসীরা ! সংগৃহীত ছবি
তীব্র জলসঙ্কটে দুর্বিষহ অবস্থা মহারাষ্ট্রের নাসিক জেলার বোর্ধাপাড়া গ্রামের বাসিন্দাদের। গ্রামে দু'টি নলকূপ থাকলেও, সেগুলি শুকিয়ে গিয়েছে। তাই জল আনতে প্রায় দুই কিলোমিটার পথ হাঁটতে হয় গ্রামের আদিবাসী মহিলাদের। দিনের বেশিরভাগ সময় জল আনতেই কেটে যায় তাঁদের, এই দুর্দশা থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সরকারের কাছে সাহায্য চাইছেন গ্রামের বাসিন্দারা। গরমের সময় গ্রামবাসীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
গ্রামে জল সমস্যা নতুন নয়। এখানকার কয়েকশো পরিবারকে বছরভর জলের সমস্যায় ভুগতে হয় বলে অভিযোগ। কারণ, এই গ্রামের নলকূপগুলি থেকে যে জল পাওয়া যায় তা পানের অযোগ্য। এই পরিস্থিতিতে ভরসা ছিল নলবাহিত পানীয় জল। গরম পড়তেই সেই নল দিয়েও বন্ধ হয়ে গেছে জল পড়া। ফলে, পরিবারগুলিতে শুরু হয়েছে তীব্র জলসঙ্কট। অগত্যা গ্রামের মানুষকে অন্য গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। কোনও কোনও পরিবার বাধ্য হয়ে পার্শ্ববর্তী দ্বারকেশ্বরের দূষিত জল ব্যবহার করছেন।
এক আদিবাসী মহিলা জানিয়েছেন, "আমাদের গ্রামে দু'টি নলকূপ আছে, কিন্তু সেগুলি শুকিয়ে গিয়েছে। তাই আমাদের ২ কিলোমিটার দূরে পাহাড়ের নিচ থেকে জল আনতে হয়। সেখানে যেতে গিয়ে অনেক মহিলাই আহত হন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব আমাদের জলের সুবিধা দিতে।"