সোমবার রাত পর্যন্ত একাধিক জায়গায় জমে ছিল জল
সোমবার রাত পর্যন্ত একাধিক জায়গায় জমে ছিল জল। এ দিন সকাল থেকে বিভিন্ন খাল সংলগ্ন ওয়ার্ডের রাস্তায় জমা জল নামতে শুরু করলেও ফের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ঝড়বৃষ্টিতে একাধিক গাছ উপড়ে পড়েছে বলে খবর। যার জেরে আটকে গিয়েছে রাস্তা। ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। দ্রুত সে সব গাছ কেটে রাস্তা মুক্ত করার কাজ চলছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রের খবর, দমদমে ঘণ্টায় প্রায় ৯১ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছে ঝড়।
দমদমের তিন পুর এলাকায় কমবেশি ৩৫টি জায়গায় গাছ উপড়ে পড়েছে। কোথাও কোথাও গাছ পুরোপুরি না উপড়ে বিপজ্জনক ভাবে হেলে পড়েছে। দমদম পুর এলাকাতেই ১৫টি জায়গায় গাছ পড়েছে। রবিবার বিকেলেই যশোর রোডে একটি গাছ পড়ে যায়। রাতভর ঝড়বৃষ্টিতে ওই রাস্তায় আরও কয়েকটি গাছ উপড়ে পড়ে। দক্ষিণ দমদমের ১৩-১৪টি জায়গায় গাছ উপড়েছে। রবিবার রাতে লেক টাউনের জয়া সিনেমা হলের কাছে একটি বড় গাছ রাস্তায় ভেঙে পড়ে।
উত্তর দমদম পুরসভার এক কর্তা জানান, কল্যাণী এক্সপ্রেসওয়ের নিকাশি ব্যবস্থায় সমস্যার জেরেই জমা জল নামতে সময় লাগছে। পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের দাবি, খাল ও নিকাশি নালা সংস্কারে আগাম জোর দেওয়ায় জমা জলের সমস্যা আগের তুলনায় কমেছে। ঝড়ের প্রভাবে দক্ষিণ দমদমের ১৮ নম্বর ওয়ার্ডের জয়পুরে একটি বাড়ির পাঁচিল ধসে পড়ে। কয়েকটি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়।