ঠিক কতদিন স্থায়ী হবে এই স্বস্তির আবহাওয়া । সংগৃহীত ছবি
নিম্নচাপ অক্ষরেখা ও পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। দিনের অধিকাংশ সময় আকাশও আংশিক মেঘলা থাকছে। বৃস্পতিবার, ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এই ঝড়-বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার ঝড়-বৃষ্টি কিছুটা বাড়তে পারে, শুক্রবার থেকে তাপমাত্রাও আবারও বাড়ার সম্ভাবনা । মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম, ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দিন ওই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত উত্তরের আট জেলায় হতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।