কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি । সংগৃহীত ছবি
কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এবার তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় না বাড়লেও, ধীরে ধীরে চড়বে তাপমাত্রা। শুক্রবার অবশ্য স্বাভাবিকের নীচেই ছিল কলকাতার তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৬ মে থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই দিনের তাপমাত্রা বাড়বে। একধাক্কায় নয়, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা আরও জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের তাপমাত্রা হেরফের হবে না, তারপর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। ৬ মে থেকে ১০ মে পরের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৫ মে থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা অথবা পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হলেও হতে পারে। ৬ মে থেকে সর্বত্রই দিনের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় নয়, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা আরও জানিয়েছেন, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনে পরিণত হতে পারে এটি। অভিমুখ সম্পর্কে এখনই কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।