দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী ৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উষ্ণ বড়দিন এবং উষ্ণ মকর সংক্রান্তির পর এবার উষ্ণ পয়লা বৈশাখের ইঙ্গিত। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল ও সংলগ্ন জেলায়। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু`এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সিকিমের তুষারধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ পর্যটক। তারই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ চলবে বৃষ্টি। তবে আগামী চার-পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আরও বাড়তে পারে তাপমাত্রা।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আপাতত কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে। বুধবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও ধীরে ধীরে পরিষ্কার হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। মালদহ ও দুই দিনাজপুরেও আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
নতুন করে ফের অস্বস্তিকর গরম শুরু বাংলায়। ক্রমশ বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকলেও, দু-এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। শহর কলকাতায় আর ঝড়-বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে চৈত্র মাসের কালবৈশাখীতে রাজ্যবাসী যে স্বস্তি বা আরাম পেয়েছিল তা আবারও উধাও। বদলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে শহরে।