উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি চলবে
রাজ্যে আজ, শুক্রবার বৃষ্টি কমবে; আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। উত্তরবঙ্গে অবশ্য আজও ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেলা বাড়লে সূর্যের দেখা মিলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷নিম্নচাপ ধীরগতিতে এখন বাংলাদেশের দিকে। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বাড়বে তাপমাত্রা।কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।