শীর্ষ আদালতে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার
‘দ্য কেরালা স্টোরি’ বাংলাতেও দেখানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার।
‘দ্য কেরালা স্টোরি’ বাংলার কোনও সিনেমা হলে প্রদর্শিত হবে না, এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ছবিকে কেন্দ্র করে কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই এমন নির্দেশ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। গত ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার পর থেকেই মমতার সিদ্ধান্ত নিয়ে বিস্তর চর্চা শুরু হয়। তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা।
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে।