You will be redirected to an external website

‘আরও বড় কিছু করতেই পারি’, বোর্ড প্রেসিডেন্ট পদ খুইয়ে কীসের ইঙ্গিত দিলেন সৌরভ?

‘আরও-বড়-কিছু-করতেই-পারি’,-বোর্ড-প্রেসিডেন্ট-পদ-খুইয়ে-কীসের-ইঙ্গিত-দিলেন-সৌরভ?

বোর্ড প্রেসিডেন্ট পদ খুইয়ে কীসের ইঙ্গিত দিলেন সৌরভ?

গ্রেগ চ্যাপেল জমানায় নেতৃত্ব খুইয়েছিলেন। দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ফের একই রকম কম্পন তৈরি হয়েছে দেশজুড়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ছিটকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর জায়গায় নতুন বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) বেছে নেওয়া হয়েছে। সরে গিয়েছেন সৌরভ। তাঁর জায়গায় নতুন প্রেসিডেন্ট এখন রজার বিনি। দেওয়াললিখন স্পষ্ট। 

 বৃহস্পতিবার অবশেষে মুখ খুললেন তিনি। একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বললেন, ”আমি সিএবি প্রেসিডেন্ট ছিলাম পাঁচ বছর। বিসিসিআই-এর প্রেসিডেন্ট ছিলাম তিন বছর। প্রতিটি সংস্থারই নিয়ম অনুযায়ী একটা সময়সীমা থাকে। তার পরে আর থাকা যায় না, সরে যেতে হয়। ক্রিকেটার হিসেবে চ্যালেঞ্জ বেশি। তবে একজন প্রশাসকের অবদান অনেক বেশি। দলের জন্য অনেক কিছু করতে হয়। দেশের হয়ে দীর্ঘ সময় খেলার পরে এটাই আমার অনুভূতি। প্রশাসক হিসেবে আমার কার্যকাল দারুণ উপভোগ করেছি। গোটা বিশ্বে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি।”  

বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ে ঘোর করোনাকাল। বোর্ডের কোষাগার ভরাট করার জন্য আইপিএল নিয়ে গিয়েছিলেন দেশের বাইরে। ভারতের মহিলা ক্রিকেট দল কমনওয়েলথ গেমসে রুপো জেতে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে দারুণ সাফল্য পায়। ভারতীয় ক্রিকেট এখন দারুণ শক্তি। তেমনই ভারতীয় বোর্ড। আর্থিক দিক থেকেও দারুণ শক্তিশালী। কিন্তু তবুও পরবর্তী বোর্ড প্রধান হিসেবে তাঁর নাম বিবেচিত হয়নি। বলা হচ্ছে, একই ব্যক্তি পর পর দু’ বার বোর্ড প্রেসিডেন্ট পদে আগে কখনও কাজ করেননি। সেই কারণেই সৌরভকে সরতে হচ্ছে।

কিন্তু দাদার সরে যাওয়ার পিছনে অনেকেই মনে করছেন গভীর রাজনৈতিক কারণ রয়েছে। সৌরভ অবশ্য বিতর্কিত প্রসঙ্গ উল্লেখ করেননি এই অনুষ্ঠানে। বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে তাঁর সরে যাওয়া প্রসঙ্গে সৌরভ বলছেন, ”প্রশাসক হিসেবে দারুণ সব মুহূর্ত রয়েছে। কেউ সারাজীবন খেলে না। আবার একই ভাবে কেউ সারাজীবন প্রশাসক হিসেবে কাজ চালিয়ে যেতে পারে না। এর পরে আরও বড় মঞ্চে নিজেকে অন্য ভূূমিকায় দেখব বলেই বিশ্বাস রাখি।”

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এখন প্রশ্নের পর প্রশ্ন। বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে? তিনি কি যাবেন আইসিসি-তে? নাকি সিএবি প্রেসিডেন্ট পদেই ফের দেখা যাবে সৌরভকে? মহারাজ কিন্তু নিজেকে নিয়ে জল্পনা উসকে রাখলেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কালীপুজোয়-ত্রুটি-হলে-বিপর্যয়ের-ভয়!-নিয়ম-শেখাতে-কলকাতায়-টোল-বসছে,সিলেবাসে-মদ-ব্যবহারের-নিয়ম.. Read Next

কালীপুজোয় ত্রুটি হলে বি...