You will be redirected to an external website

Weather: মঙ্গলবার ভোটগণনা,উত্তর থেকে দক্ষিণ কোথায় কেমন আকাশের মতিগতি

Weather:-মঙ্গলবার-ভোটগণনা,উত্তর-থেকে-দক্ষিণ-কোথায়-কেমন-আকাশের-মতিগতি

উত্তর থেকে দক্ষিণ কোথায় কেমন আকাশের মতিগতি

উত্তরবঙ্গে সময়ের আগেই ঢুকে গিয়েছে বর্ষা। কিন্তু রেমাল বিদায় নেওয়ার পর থেকে দক্ষিণবঙ্গে আবার সেই অস্বস্তি বাড়তে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি নামলেও, দক্ষিণের আকাশে এখনও সহায় হয়নি বর্ষা। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থমকে রয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত তিন-চারদিন দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কোনও সম্ভাবনা নেই। 

ভোটের ফল প্রকাশ্যে আসার পর উল্লাস, আবির মাখামাখি… এসব চেনা দৃশ্য। সেক্ষেত্রে বাংলায় আগামিকাল কেমন থাকবে আকাশ? ভেস্তে যাবে না তো যুদ্ধ জয়ের আনন্দ? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরের একেবারে উপরের দিকের পাঁচ জেলায় (আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং) ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদা দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার আগামিকাল সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, সারাদিন ঘামে প্যাচপ্যাচে অস্বস্তিকর পরিবেশ থাকবে। পরে বিকেলের দিকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

C-V-Ananda-Bose:-ভোট-গণনার-দিন-সুপার-অ্যাকটিভ-রাজভবনের-পিসরুম! Read Next

C V Ananda Bose: ভোট গণনার দিন সুপা...