প্রতিষ্ঠা দিবসে কর্মীদের কী বার্তা দিলেন মোদী? সংগূহীত ছবি
ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন? হনুমান জয়ন্তীর শুভেচ্ছার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনাও শোনা গেল তাঁর মুখে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির বিজেপি ভারতকে দুর্নীতি, স্বজনপোষণ এবং আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ থেকে মুক্তি দিতে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন তিনি ৷
দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, “সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। হনুমানজী সর্বশক্তিমান, তিনি সমস্ত অসাধ্য় সাধন করতে পারেন। এত শক্তিমান হয়েও তিনি নম্র। আমরা হনুমানজীর থেকে অনুপ্রাণিত। আজ ভারত নিজের দক্ষতা ও ক্ষমতা বুঝতে পারছে ঠিক যেভাবে হনুমানজী নিজের শক্তি বুঝেছিলেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি হনুমানজীর থেকেই অনুপ্রাণিত। আমরা যদি হনুমানজীর গোটা জীবনটা দেখি, তবে দেখব যে সব করতে পারি এই মানসিকতাই তাঁকে সমস্ত সাফল্য অর্জন করতে সাহায্য করেছে।”
৬ এপ্রিল। ৪৪ বছর আগে আজকেরই দিনে এদেশে জন্ম নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আজ সকাল থেকেই তাই ছিল সাজো সাজো রব। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইতিমধ্যেই একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এদিন দলের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বক্তৃতা করেন নরেন্দ্র মোদিও। মোদির কথায় এদিন উঠে আসে একের পর এক প্রসঙ্গ। চব্বিশের জয়ের বার্তা থেকে শুরু করে কংগ্রেস সহ অন্য বিজেপি দলগুলির তুলোধনা, এমনকি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভগবান হনুমানেরও তুলনা টানলেন প্রধানমন্ত্রী