You will be redirected to an external website

Partha Chatterjee: পঞ্চায়েতে গণনা চলছে, কী বার্তা দিলেন একদা তৃণমূল মহাসচিব পার্থ?

Partha-Chatterjee:-পঞ্চায়েতে-গণনা--চলছে,-কী-বার্তা-দিলেন-একদা-তৃণমূল-মহাসচিব-পার্থ?

কী বার্তা দিলেন একদা তৃণমূল মহাসচিব পার্থ?

একেবারে দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। বর্তমানে সেই তাবড় নেতা জেলে। কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে ছেঁটে ফেলেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর স্পেশ্যাল আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকারে আগে মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ। দিলেন বার্তাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় হতে চলল জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন মিলছে না তাঁর। ফলে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Panchayat-Election:-বাঁকুড়া-জেলা-পরিষদের-৪৪-নম্বর-আসনে-জিতেছেন-সুজাতা-মণ্ডল... Read Next

Panchayat Election: বাঁকুড়া জেলা পর...